Header Ads

Question For Networking & Cyber Security

Some Question For Networking & Cyber Security



নের্টওয়াক ও সাইবার সিকিউরিটি নিয়ে প্রশ্ন ও উওর

নতুনদের জন্য network and cyber security awareness নিয়ে ৫০টি প্রশ্ন ও তাদের উওর
প্রশ্ন-০১: URL এর পূর্ননাম –
উত্তর- Uniform Resource Locator
প্রশ্ন-০২: VIRUS এর পূর্ননাম কি?
উত্তর- Vital Information Resource Under Siege
প্রশ্ন-০৩: কম্পিউটার সিস্টেমে অবৈধ প্রবেশকারী ব্যক্তি হিসাবে পরিচিত কে ?
উত্তর- হ্যাকার
প্রশ্ন-০৪:কাদেরকে হোয়াইট হ্যাট হ্যাকার বলা হয়?
উত্তর- হোয়াইট হ্যাট হ্যাকাররা কোন সিস্টেম এর ক্রটিগুলো বের করে এবং সংশ্লিষ্ট সিস্টেম এর কর্তৃপক্ষকে অবহিত করে । যেন সিস্টেমের ক্রটিগুলো যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করে । এদেরকে ইথিক্যাল হ্যাকারও বলা হয়ে থাকে ।
প্রশ্ন-০৫: হ্যাকিংয়ের কোন ধাপে তথ্য সংগ্রহ করে থাকে?
উত্তর- রেকোননাইসেন্স
প্রশ্ন-০৬: হ্যাকিংয়ের কোন ধাপে ওপেন পোর্ট/সার্ভিসসমূহের তথ্য সংগ্রহ করে থাকে?
উত্তর- স্ক্যানিং
প্রশ্ন-০৭: হ্যাকার হ্যাকিংয়ের কোন ধাপটিতে নেটওয়ার্ক বা সিস্টেমকে আক্রমণ করে?
উত্তর- গেইনিং একসেস
প্রশ্ন- ০৮: তথ্য নিরাপত্তা তিনটি মৌলিক স্তম্ভ কি?
উত্তর- Confidentiality, Integrity, Availability
প্রশ্ন- ০৯: কতগুলো টিসিপি পোর্টস available আছে?
উত্তর- ৬৫৫৩৫
প্রশ্ন- ১০: HTTPS এর পোর্ট নাম্বার কত?
উত্তর- ৪৪৩
প্রশ্ন- ১১: কোনটি বেশি সিকিউর?
উত্তর- SSH
প্রশ্ন- ১২: VPN কি?
উত্তর- Virtual Private Network
প্রশ্ন- ১৩: কোন পদ্ধতিতে payload delivery করে থাকে?
উত্তর- ১) USB sticks২) Phishing৩) Access to credentials
প্রশ্ন- ১৪: স্পাইওয়্যার গোপনে কম্পিউটার এর তথ্য গুলো সংগ্রহ করে অন্য কম্পিউটারে ট্রান্সফার করে।
উত্তর- হ্যা
প্রশ্ন-১৫: কিভাবে ফাইল/ফোল্ডার র্র্যনসর্মওয়্যার এর আক্রমন থেকে রক্ষা করা যায়?
উত্তর- ফাইল/ফোল্ডার গুলো অফলাইনে ব্যাকআপ রাখতে হবে ।
প্রশ্ন- ১৬: কম্পিউটার ভাইরাস না?
উত্তর- McAfee
প্রশ্ন- ১৭: বেশিরভাগ সিস্টেম, যাদের জন্য হ্যাক হয় ।
উত্তর- Insiders
প্রশ্ন-১৮: ফায়ারওয়াল কি?
উত্তর- ফায়ারওয়াল হলো যা ইনকামিং এবং আউটগয়িং ট্রাফিকগুলোকে ফিল্টারিং করে যার ফলে নেটওয়ার্ক সিকিউয়ার থাকে ।
প্রশ্ন-১৯: উইন্ডোজ পিসিতে আইপি দেখার জন্য আমরা কোন কমান্ডটি ব্যবহার করে থাকি?
উত্তর- ipconfig
প্রশ্ন-২০: লিনাক্স পিসিতে আইপি দেখার জন্য আমরা কোন কমান্ডটি ব্যবহার করে থাকি?
উত্তর- ifconfig
প্রশ্ন-২১: রাউট পাথ দেখার জন্য আমরা কোন কমান্ডটি ব্যবহার করে থাকি?
উত্তর- tracert
প্রশ্ন- ২২: ACL-এর পূর্ণনাম কী?
উত্তর- Access Control List
প্রশ্ন- ২৩: ACL সাধারণত কী জন্য ব্যবহার করা হয়ে থাকে?
উত্তর- permit or deny
প্রশ্ন- ২৪: ACLs কী কী ধরনের হয়ে থাকে?
উত্তর- Numbered and named
প্রশ্ন-২৫: কোন ডাটাবেসটি Whois দ্বারা জিজ্ঞাসা করা হয়?
উত্তর- ICANN
প্রশ্ন-২৬: কালি লিনাক্সে ফাইল তৈরি করার জন্য কোন কমান্ডটি ব্যবহার করা হয়?
উত্তর- touch
প্রশ্ন-২৭: কালি লিনাক্সে ফোল্ডার তৈরি করার জন্য কোন কমান্ডটি ব্যবহার করা হয়?
উত্তর- mkdir
প্রশ্ন-২৮: কালি লিনাক্সে কোন ফাইল রিমুভ করার জন্য কোন কমান্ড ব্যবহার করা হয়?
উত্তর- rm
প্রশ্ন-২৯: নীচের কোন সার্ভিসটা আইপি থেকে নামে ট্রান্সলেট করার জন্য ব্যবহার করা হয়?
উত্তর- DNS
প্রশ্ন-৩০: কালি লিনাক্সে pwd কমান্ড ব্যবহার করে কি দেখা যায়?
উত্তর- present working directory
প্রশ্ন-৩১: কোনটি বা কোন টুলস ইন্ট্রুশন সনাক্ত করতে সাহায্য করে?
উত্তর- স্নোর্ট
প্রশ্ন-৩২: কোনটি পোর্ট স্ক্যানিং টুল?
উত্তর- এনম্যাপ
প্রশ্ন-৩৩: কোন প্রোটোকলটি ওয়্যারলেস নেটওয়ার্কের মধ্যে একটি ভাল সিকিউরিটি দিতে ব্যবহৃত হয়?
উত্তর- WPA
প্রশ্ন-৩৪: কোন ধরনের পেনিট্রেশন টেস্টিং এর ক্ষেত্রে কম্পানি বেশি তথ্য প্রদান করে?
উত্তর- হোয়াট বক্স টেস্টিং
প্রশ্ন-৩৫: নেটওয়ার্ক এ ফিজিক্যাল সিকিউরিটি এর জন্য নীচের কোন ডিভাইসটি ভিল্যান তৈরি করার জন্য ব্যবহার করা হয়?
উত্তর- সুইচ
প্রশ্ন-৩৬: কোনটিকে কম্পিউটার এর ফিজিক্যাল এড্রেস বলা হয়?
উত্তর- ম্যাক
প্রশ্ন-৩৭: কম্পিউটার সিস্টেম এর লজিক্যাল এড্রেস কোনটি?
উত্তর- আইপি এড্রেস
প্রশ্ন-৩৮: কোনটি একটি হোয়াইট হ্যাকারের বর্ণনা দেয় বা হোয়াইট হ্যাকারকে কি নামে আমরা জানি?
উত্তর- ১) সিকিউরিটি প্রেফশনাল
প্রশ্ন-৩৯: ব্ল্যাক বক্স টেস্টিং বলতে কি বুঝানো হয়?
উত্তর- যে সিস্টেমটা টেস্টিং করবে সেই সিস্টেম বিষয়ে কোন ধারণা থাকে না।
প্রশ্ন-৪০: সিস্টেম এর জন্য ক্ষতিকারক কোন কিছুকে প্রতিরোধ করার জন্য যে ডিভাইসটা ব্যবহার করা হয় ।
উত্তর- আইপিএস
প্রশ্ন-৪১: তুমি একটি আইডিএস কনফিগার করেছ এবং তোমার প্রয়োজন সিস্টেমে কোন সমস্যা হয় তাহলে তোমার কাছে যেন একটি ই-মেইল সেন্ড করে । তাহলে কোন প্রোটকলটি কনফিগার করতে হবে ।
উত্তর- এসএমটিপি
প্রশ্ন-৪২: IPsec এ, এনক্রিপশন এবং অন্যান্য প্রসেসগুলি ওএসআই মডেলের কোন স্তরটি ঘটতে পারে?
উত্তর- লেয়ার-৩
প্রশ্ন-৪৩: কে প্রথম এসএসএল তৈরি করেন?
উত্তর- নেটস্কেপ কমিউনিকেশন
প্রশ্ন-৪৪: কোন কমান্ড দিয়ে কোন পাথ দিয়ে প্যাকেট যাচ্ছে তা দেখা যায়?
উত্তর- ট্রেসার্ট
প্রশ্ন-৪৫: এসএমটিপি এর পোর্ট নাম্বার কত?
উত্তর- ২৫
প্রশ্ন-৪৬: কি কি পোর্ট ওপেন আছে তা netstat কমান্ড দিয়ে কিভাবে দেখে?
উত্তর- netstat –an
প্রশ্ন-৪৭: পিং রিকোয়েস্ট রিপ্লে বন্ধ করার জন্য ফায়ারওয়ালে কোন প্রটোকলটি ব্লক করতে হয়?
উত্তর- ICMP
প্রশ্ন-৪৮: ডোমেইন নেইম এর আইপি দেখার জন্য উইন্ডোজে কোন কমান্ডটি ব্যবহার করা হয়?
উত্তর- nslookup
প্রশ্ন-৪৯: ওএসআই মডেলের কোন লেয়ারে ডেটার ফরম্যাট প্যাকেট রুপান্তরিত হয়ে থাকে?
উত্তর- লেয়ার-৩
প্রশ্ন-৫০: হ্যাকার এর কাছ থেকে সিস্টেমকে রক্ষা করার জন্য আমাদের কি অন রাখা উচিত?
উত্তর- ফায়ারওয়াল
Writing :
www.cyberbitclc.blogspot.com
www.mshahrouf.blogspot.com
Any Question or Advice
www.facebook.com/SHAHROUF.OFFICIAL

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.